বাংলা কবিতা, স্মৃতিহীন কবিতা, কবি মিজান মোহাম্মদ - কবিতা অঞ্চল
2/5 - (1 vote)

এই ক’দিনে স্মৃতিহীনতায় ভুগছি খুউব,
মনে করতে পারিনা ঠিক এ মুহূর্তে কি করা প্রয়োজন
কিইবা করার আছে বাকি, মনে পড়ে নাহ্ হঠাৎ-
গুণে গুণে ভুলে যাই; মূর্খের মত পড়ে থাকি অবচেতন

এই তো সেদিন প্রেম এসেছিলো দরজায়-
চৌকাঠ পেরুনো হয়নি তার; ফিরিয়ে দিয়েছি
ফিরিয়ে দিয়েছি তার হাতের লাল গোলাপ
আটকে আছি অতীত-ভবিষ্যতের মধ্যবর্তী অবস্থানে
এখানে অ্যাত মুখোশ; এসব মায়া’র খেলা আমার নয়!

ক্ষণজন্মা জীবন বয়স পেরিয়েছে বহুদিন-
বর্তমান পা চালায় অতীতের লাশের উপর
ফিনকি দিয়ে রক্ত বেরুয় থেঁতলে যাওয়া বুকে
ভেতরে তার হৃদয় ভাঙা পুরোনো জখম
হৃদয়ে ব্যান্ডেজ হয়? কে করে? ভুলে যাই!

পড়ে থাকি স্মৃতিহীন
মূর্খের অবচেতন মনে
থেঁতলে যাওয়া বুকে
দূরে থাকার সুখে
জ্বালা নিয়ে চোখে
বাঁচি হাসিমুখে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments