হে কবি, একাকীত্বে ডুবে আছে আমাদের রাত।
সুখরোবার-
ছুটিবার
চাঁদের আলো গিলে নিচ্ছে অন্ধকার
আসুন আমরা পানে উদ্বত হই;
মেতে উঠি মদ, নারী, জুয়ায়।
সময়ের ভুলভ্রান্তি, ভ্রম ভুলে যাই
প্রেমিকার চোখ, হাতে হাত রেখে করা শপথ
ভুলে যাই বিচ্ছেদে ভেঙ্গে পড়া প্রেমিকের বুক-
এবঙ রোজকার যাবতীয় রাষ্ট্রীয় শোক।
ভেবে নেই- আমাদের কোন ক্ষোভ নেই
বিদ্বেষ, রাগ, অভিমান কিছুই নেই।
চলুন, আমরা বরং শৈশবের দিকে হেঁটে যাই;
যেখানে বন্ধু বৈ- আমাদের কোন শত্রু ছিলো নাহ্!