বাংলা কবিতা, যাত্রা কবিতা, কবি মিজান মোহাম্মদ - কবিতা অঞ্চল
Review This Poem

এক বুক স্বপ্ন নিয়ে-
যাত্রা করেছিলাম মহাকালের দিকে!

জগতের কত রুপ; জলোচ্ছ্বাস সমুদ্রে
হেঁটেছি পথে পায়ে পায়ে, ঘাসে ঘাসে
বিচিত্রতা এনেছে মেঘ- ভাদ্রের কড়া রোদ
বিকেলের নরম আলোয় উড়বার বাসনা ছিলো,
ক্লান্তিবেলায় সময় হয়নি ডানা মেলবার; উড়বার!

যাত্রাপথে মহাকাল বলেছিলো- ‘মানুষ পাখি নয়’।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments