বাংলা কবিতা, মৃত্যু'র পয়গাম কবিতা, কবি মিজান মোহাম্মদ - কবিতা অঞ্চল
Review This Poem

দড়ি ঝুলে আছে সিলিঙে;
দেহ এগিয়ে যাচ্ছে– স্বপ্ন
সুউচ্চ দালানের ছাদ ছুঁয়ে
নেমে গ্যাছে চিরমুক্তির পথ
য্যানো, ইশারায় ডাকছে আমায়
এসো, এসো মুক্তির পথে।

ঘর থেকে বেরুলেই-
দরোজায় অপেক্ষারত মা
ভাতের থালা
প্রিয় বিছানা
অলস ঘুম
পথ চেয়ে থাকে…

দেয়াল বন্দী হলেই-
চিরহরিৎ জীবনের পিছু ছুটে চলে,
শোকাগ্রস্থ আত্মা- আমার।

আমি ভালোবাসি ফুল
নদী-জল-ঢেউ
সূর্যের ডুবে যাওয়া
চাঁদের সাথে তারা’দের সখ্যতা
জানি, আমি চলে গেলে কভু-
এসবে আমার কোন চিহ্ন থাকবে না।

ঝুলে আছে গাছে- পরগাছা হয়ে
যে জীবন; সময়ের জঞ্জাল
গিঁট খোলে হেঁটে যেতে পারেনা- শেকল
না পারে উড়ে যেতে পাখি হয়ে;
না হওয়া যায় মানুষ কিঙবা প্রেমিক…

জেনো- আমাকে মহান করে তোলবে; মৃত্যু একদিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments