বাংলা কবিতা, ব্যক্তিগত দুঃখ কবিতা, কবি মিজান মোহাম্মদ - কবিতা অঞ্চল
3/5 - (2 votes)

আমার ব্যক্তিগত কোন দুঃখ নেই।
আছে শুধু -কিছু বিষন্ন বিকেল, একাকী হাঁটা। কিছু মন খারাপী সন্ধ্যা; মনের অসুখ। কিছু বিষাদে দগ্ধ, নির্ঘুম রাত। আর, কিছু স্মৃতি।

ঘড়ির কাঁটায় কাঁটায় হাঁটছে পা-
আয়ু কমে, মেদ বেড়েছে বয়সের।
তুমি
স্বামী
সংসার
এইতো ভালো থাকা; তোমার কেটে যাচ্ছে দিন।

আমার ব্যাক্তিগত কোন দুঃখ নেই।
আছে শুধু- একটা পাথুরে বুক; বুকের জ্বালা।
কিছু ভোঁতা অনূভুতি, আর কিছু দীর্ঘশ্বাস।

কিছু একটা হবো হবো করে আর হ’য়ে উঠেনা। না খারাপ, না পারলাম হতে ভালো-
ছেলে
ভাই
প্রেমিক
না মানুষ। অথচ,
জন্মের পরে’ই আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পূর্ব-পুরুষেরা আশীর্বাদ করেছিলেন।

আমার ব্যাক্তিগত কোনো দুঃখ নেই।
আছে শুধু- একটা অভিশপ্ত জীবন।
চোখের নদী, নদীতে প্লাবন।
কিছু কথা; ব্যাথা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments