এ য্যানো পায়ের অবসর,
চাইলেও যে পা হাঁটছে না; স্থির
য্যানো- পায়ে লাগানো অদৃশ্য শেকল
য্যানো- পৃথিবীর পথগুলো উধাও হয়ে গ্যাছে
য্যানো- কাঁটাতার ঘিরে নিয়েছে বাড়িঘর, নাগরিক ব্যস্ততা
অথচ- আমারা বিশ্বাস এনেছিলাম অদৃশ্যে!
তিনি চাইলেই তো রুখে দিতে পারেন,
তিনি চাইলেই তো পৃথিবী হতো ফুলের বাগান
তবে কেনো? ক্যানো তিনি এমন কিছু করলেন না?
এক, দুই, তিন
গুণে চলেছি লাশের কফিন….
তিনি কি উপভোগ করছেন মৃত্যু?
আসলেই কি মৃত্যু উপভোগ্য? কিংবা লাশের মিছিল?