বাংলা কবিতা, পারতাম যদি কবিতা, কবি মিজান মোহাম্মদ - কবিতা অঞ্চল
Review This Poem

পারতাম যদি!
দক্ষিণা বাতাস হতাম। উড়িয়ে চুলে তসবিহ গুণতাম। প্রেম, প্রেম, প্রেম এবঙ প্রেমের।

পারতাম যদি!
মেঘ-বৃষ্টি-জল পুড়িয়ে, টেনে আনতাম আগুনে ফাগুন; উত্তর-পূর্ব-পশ্চিমের বিরহ আছে যত।

পারতাম যদি!
শুকনো বুকে ঢেলে দিতাম প্রাণ; জিইয়ে ঘ্রাণ, হাসি ফোটাতাম ফুলের। জীবন রঙ-রূপ আর শাশ্বত প্রেমের।

পারতাম যদি!
এসব বিভক্ত দিন। দিনের গোপন। টুকরো কথা-সব;
উড়িয়ে
পুড়িয়ে
ছাই সর্বস্ব; জপি মৃত্যু’নাম। জীবনের দামে কিনে নিতাম তোমাকে! হ্যাঁ, তোমাকেই প্রিয়তমা

জেনো- ভ্রমরের ভালোবাসা ফুল বিনে কিছু ছিলো না আজীবন…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments