তুমি, চুমু’র সমুদ্র ঠোঁটে নিয়ে
ঢুকে যাও- আমার ভেতর
গলা হয়ে ফুসফুসে;
খুঁড়ে খুঁড়ে খেয়ে নাও হৃদয়
ভালোবেসে, ভালোবাসার নাম করে…
আর কিছু ইচ্ছাকৃত ভুল; আমার-
হৃদয় এবঙ শ্বাশত সিগারেটের মাঝখানে
চুমু রেখে শুয়ে থাকতে ইচ্ছে হয় তোমার বুকে!
তোমার শরীর জুড়ে নেশা’র মাতম,
গন্ধ- ঠোঁটে আগলে রাখা চুমু’র সমুদ্র
রঙিন স্বপ্নের প্রলোভন; হাতছানি দেয়,
কাছে ডাকে!
ইচ্ছে করে,
ছুটে যাই;
ছুটে যাই-
তোমার কাছে…
থাকবে? রাখবে বুকে?
আমৃত্যু, দুঃখ-শোকে?