দৃষ্টি’র দূরে অপেক্ষারত
আমি দাঁড়িয়ে তোমার প্রতীক্ষায়
বাঁ হা’তি রাস্তা চলে গেছে নিশ্চিন্তপুর
ডান হা’তি রাস্তায় ফুলে’র বাগান;
মাঝখানে বয়ে গেছে নদী নিরবধী…
জেনো- মনে মন মিললে’ই হয় আয়োজন।
এসব রোদের পরে পড়ে থাকবে আমার ছায়া
অদৃশ্য পদচিহ্ন তোমার হৃদয়ে
ফুরিয়ে যাওয়া কথা’রা
হাওয়ার ছন্দপতন
প্রিয়তমা!
তোমার বিকেল পোড়ে যাবে শোকে
তোমার উঠোন পোড়ে যাবে জোৎস্নায়
বৃষ্টির ফোঁটার মত টুপটাপ ঝরে পড়বে সময়…
সব বিষাদ একদিন প্রেম হয়ে যাবে-
দ্যাখো প্রিয়তমা! একদিন প্রেম হয়ে যাবে।