(আপনারা যোগ্য মানুষ। সর্বক্ষেত্রে, সর্বস্থানে, সর্বমহলে নিজের গ্রহণযোগ্যতা জাহির কোরতে পারেন। আপনারা সর্ববিষয়ে জ্ঞাত এবঙ জ্ঞাত আরো সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে….)
আপনারা বলুন তবে,
আপনারাই উচ্চারণ করুন শুদ্ধ প্রেমের নামতা!
আপনারা বলুন তবে,
আঙুল তোলে দেখিয়ে দিন আমাদের বিগত ভুল
কিঙবা
আগত সম্ভাব্য ভবিষ্যৎ!
আপনারাই থাকুন নাহয়;
আপনারাই থাকুন এ অঞ্চলে
ছড়িয়ে নিজ নিজ শেখর বাকর, ডাল-পালা
রূদ্ধ কোরে দিন ভুলে’র শ্বাস; ফুলের ঘ্রাণ আর
যাবতীয় অলিখিত নামহীন সম্পর্কের কথা- আমাদের।
আপনারা বলুন দয়া কোরে;
ভুলের একটা বিহীত প্রয়োজন…