এক.
হেঁটে হেঁটে যাই,
তবুও- পায়ে হেঁটে ফিরতে হোয় আবার…
আয়ুর ভেতর;
শুকতারা আর চাঁদের মধ্যকার দুই আঙুলের ফারাক
জীবন’কে টেনে নেওয়া যায় না আদতে কোথাও!
না কোন সম্মুখে লক্ষ্য’র- জেনেছি।
দুই.
তোমার বাড়ি’র ছাদ ঢেকেছে,
দুঃখবরণ মেঘ
মেঘ ছুঁয়েছে জল
জলের ভেতর জল মিশে হোয় নুনের সাগর!
তিন.
পথিমধ্যে নাকে লাগে বেলী ফুলের ঘ্রাণ
ঘ্রাণে
বাঁচে
প্রেমিক
শোনো!!!
ফুল’র ঘ্রাণ বিনে যৌবন ম্লান।
চার.
মনে মনে বাড়ছে জেনো-
জাগছে বুকে তোমায় পাবা’র সাধ
হাত বাড়িয়ে ডাকো না’তো;
মাঝে সাধো বাধ।
পাঁচ.
হেঁটে হেঁটে যাই
অথচ- পায়ে হেঁটে ফিরতে হোয় আবার…
হাঁটাপথ ঢুকে গ্যাছে
আয়ুর ভেতর
জীবন’র ভেতর
তবুও-
ফুরোয় না জীবন হোতে লক্ষ্য’র এক কম্পাস যাত্রা…
চলে
চলতে থাকে
চলতে থাকে
চলতে থাকে আমরণ…