হাস্যোজ্জ্বল মুখটাকে দেখতে চাই আজীবন।
সুদূর অতীতের দিকে তাকিয়ে দেখছি বারবার,
কখনোই তো এত ভাল লাগা কাজ করে নি।
মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠে,
বুকের খাঁচা ভেদ করে তা মাংস-পিন্ডে আঘাত হানে।
অনুভুতি গুলো সর্বোচ্চ কাজ করে,
ইচ্ছে থাকা সত্ত্বেও তা প্রকাশ যোগ্য নহে।
বারমুডা ট্রায়াঙ্গলে হারানো জাহাজের মতো;
নিজেকে আমি খুজে পায় না।
খুজে পাবার নূন্যতম ইচ্ছে কাজ করে না।
রহস্য উন্মোচনেও হারাতে চাই না,
তাহার হাস্যোজ্জ্বল ঐ হাসিমাখা মুখ।