হরিণের দলে আমিও আছি,
সবুজ লতাপাতা ঘাসের উপর অত্যাচারে সুখ আমার।
কর্দমাক্ত মাটিতে পিপাসু হয়ে হন্য আমি,
জানোয়ারটা রঙ বদলায় খুব!
দৃশ্যপট দেখতে শেষ পর্যন্ত অপেক্ষা।
কেন আমি মাংসভোজী নয়?
কেন আমার ইচ্ছেই সব না?
কেন আমায় সব মেনে নিতে হয়?
কেন আমি অহংকারী হতে পারি না?
বাঘিনীর দন্তমূলে নিংড়ে যাচ্ছে আমার কলিজা।
তাই তো চামড়া ছিলে যাবে,
আর আমার কিচ্ছু হবে না।