রংধনু সাত রঙে কি আসে যায়?
আমি তো অগনিত রঙের সমাহার দেখি।
মানুষের রঙ, কুকুরের রঙ আর ইহলোকে-
প্রতিটি রঙে আমার জীবন নীলকন্ঠ!
গৃহপালিতরা আগুনে পুরিয়ে খায়,
তবুও শিয়ালের কাছে মুরগীকে তুলে দিতে হয় না।
নিষ্ঠুরতম বিচারের বাইরে,
আর আমি মসগুল বর্হিভূতদের নিয়ে।
আমি কি পরজীবি?
আমি কি জোরপূর্বক এই ভূমিতে বাস করি?
আমি কি অন্যগ্রহ থেকে এসেছি?
বায়ু-কণা থেকে শুরু করে বৃহৎ দালান,
সবই দেখব আর সবই অনুভব করব।
আমি স্বাধীনতা খুজে পায়না,
কিন্তু চেতনায় সর্বত্র বিরাজমান।
রক্ষীরা তো আপাতত পক্ষীবাজ,
তাই কেউ নিজেকে খুজে পায় না।
রাত আসে, ভোর যায়।
ঘুমন্ত শিশুরা উপলব্ধি করে না।
জাগো! তুমি জাগো!