মাঝে মাঝে সময় নিয়ে খেলা করি।
মাঝে মাঝে সময়কে হেলা করি।
মাঝে মাঝে স্রোতের বিপরীত ভাবি।
মাঝে মাঝে ভাবি স্রোতকে কি নিয়ন্ত্রণ করা যায়?
মাঝে মাঝে স্রোতের অনুকুলে চলি,
মাঝে মাঝে আবার স্রোতের প্রতিকুলে।
স্রোতকে যদি নিয়ন্ত্রণ করা যেত,
আদি-অন্তে ভ্রমণ করাও সম্ভব হত।
মাঝে মাঝে মনে হয় নিজেকে নিয়ন্ত্রণ করি,
হয়ত জীবনের অনুকূলে অথবা প্রতিকূলে।