আমি তো এক জীর্ণ-শীর্ণ প্রাণী;
আবার মারাত্মক জানোয়ারও বটে।
পিছনের মরুভুমি পেড়িয়ে এসেছি;
খরা-আকাশে সংঙ্গী আমার দুই-একজন।
ভেবেছিলাম এ ঝড় কেটে যাবে;
অন্যত্রে হবে আমার বিচরণ।
কেন আমি এ মায়ায় জড়ালাম?
কেন আমি অম্ল-মধুর বিষ পান করলাম?
আমি করেছি কি কোন অপরাধ?
হ্যাঁ আমি অপরাধী।
আমি কখনও নিজেকে ঠকায়নি;
তবুও আমি নিজের কাজে আজ ঠকবাজ।
তুমি হারিয়ে যাবে বলোনি কেন?
আমি না হয় হ্যামিলনের বাঁশিওয়ালা হতাম;
তুমি না হয় আমার সাথেই হারাতে।
কি মিথ্যে আশায় জড়ালাম আমি?
আমি তো আজ বিধ্বস্ত;
আমি তো আজ একা;
আমি তো হারিয়ে গিয়েছি তোমারই মাঝে।
আমি খুঁজে পায় না আমাকে;
ফিরে পাবো কি আমার স্বপ্নগুলো?
ছোট্র বাবু-সোনারা আর খেলা করবেনা;
আমার হাতে তোমার মাথা থাকবেনা।
কে থামাবে?
কে দেখাবে সঠিক পথ?
ভালবাসার টানে, মায়ার জালে কেন জরালাম?
তুমি বুঝো, আমিও বুঝি।
আমার মনকে কেন বুঝাতে পারি না।
কি হবে আমার?
কি হবে আমার ইচ্ছে চাওয়ার?
আমি তো ভাল নেই;
ভালো থাকবে তো তুমি!
আমি তো ভাবতেই পারিনা।
আমি তো চিন্তা ই করিনা।
বিধাতা আজ অপারগ।
আমাকে কেউ থামাতে পারবেনা;
চালিয়ে যাব আমি আমার মস্তিস্কের সংসার।