অগ্নিতপ্ত এক দুপুরে, হেটে বেড়াচ্ছি এ যান্ত্রিক শহরে।
শহরের উঁচু-উঁচু দালানের ছায়ায় আশ্রয়ে এ পথচলা।
পিচ-ঢালা রাস্তার তাপে পায়ে আগুন প্রবাহিত হয়।
অঝোর ঘামে ভিজে একাকার হয়ে যায়।
আমি বিশ্রাম নিয়ে আবার চলি গন্তবে;
কচ্ছপের গতিতে আর অশ্ব-দৃষ্টিতে!
আসমান থেকে দেখা সাপের মত আঁকাবাকা এ ভ্রমন;
যুক্তি – আবেগে মিলিত বাস্তবতায় তা রুক্ষ।
মরুভূমির মতো মনে হয়, সামনেই মরীচিকা;
তৃষ্ণায় ধুঁকছি তবুও ক্লান্তি নেই কোন।
দেখছে তা তরু -লতা আর কাক-পক্ষী,
এরা সবাই যেন শেষ বৈঠকের সাক্ষী।
ঘুরে-ফিরে একই জায়গায় ফিরে আসি;
স্বপ্ন ভেঙে আকাশে দৃশ্যমান ভেলায় রুপান্তিত হয়।
সর্বশেষে এ মিথ্যেগুলো সত্যের সন্ধান পায়;
আদি-নিয়মে মৃত্তিকায় ভস্মীভূত হয়ে তা জৈবসার।