চুম্বকীয় আকর্ষণ পরাজিত হয়েছে
মন-সঙ্গে বসাবাস তোমারই।
বলে দাও! আজ আমায় বলে দাও!
তুমি মোরে ভালোবাসো?
অন্য কোথাও কাউকে ভালবাসো?
কারও জন্য অপেক্ষায়?
আমারই তরে তোমার দেবার মতো কিছুই নাই?
বলে দাও! বলে দাও!
অস্পষ্ট ভাবে মোমের দোয়ালে লিখে দাও।
তাপে দগ্ধ হয়ে পুরে যাক।
হারিয়ে যায় নির্মমতায়।
ভালোবাসি তোমায় অনেক বেশী
তবুও তুমি বলে দাও! বলে দাও!
বাচিয়া থাকিব আমৃত্যু
ধরে রাখিব সর্ব তোমার অপেক্ষায়।