কিছু জায়গা থেকে কখনোই বের হওয়া যায় না।
খাঁচায় পাখি ছটফট করে আর উড়বার বৃথা চেষ্টা।
তবুও মেঘাচ্ছন্নতায় বা বৃষ্টিতে সে বদ্ধ-ঘরে বন্দি কারিগর।
বাল্যকালের চারব্যাটারির খেলনাপাতি খোয়ানোর ভয় আর নেই।
কেন এমন মনে হয়? যেন হারিয়ে ফেলেছি আবদারের মৌসুম।
গাছের দিকে তাকিয়ে কথা বলতে পারি না।
ফল হয়ে বিনষ্ট আমি আর আমার এ জীবন।
প্রার্থনা ঈশ্বরের তরে, যেন মরিবার আগে ফিরিতে পারি ঘরে।
থাকব না হয় ছিটকিনি দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে।
আর সাপ পুশব না, দুধভাত আমি নিজেই খাব।
মন্ত্র-তন্ত্র শিখিয়া জীবনের বিনাশে করিব প্রান দান।