অস্তিত্ব জুড়ে তোমায় চাওয়া।
দিন গত হোক, আর আমি আমার মত
রাত্রি যাপনে হেটে বেড়াইতেছি।
চারপাশ অন্ধকার হয়ে আছে
আর আমি খুজি আলোর দিশারি।
চলতে চলতে পারি জমায়
ঐ বাশঁ-বাগানের অভিমুখে একাকীত্বের ডেরায়।
সুন্দর মৃদু হাওয়া আর শিয়ালের ডাক
আঁতকে উঠি! তবে তার মানে কি?
আজও কি হায়েনার দল জোট বেধেছে?
চিৎকারে রক্তক্ষরণ হয় কলিজায়।
আমি স্তব্ধ হয়ে যায়,
আমি পথ হারায়,
তবুও তোমারে পাইবার আশা না ফুরায়।