মাঠের কিনারা হয়ে যাচ্ছিলাম!
বর্ষাকাল, ঝুম বৃষ্টি।
হঠাৎ মনে হল এত তৃপ্ত থাকার মানে নাই।
কিছুটা নদীর মত, জোয়ার ভাটা থাকা চাই।
নদী অগভীর, পাবদা মাছে ভরা।
কি বিপদ আমি মাছ ধরতে জানি না?
গলা কাঁটা বিদ্ধ হয়ে গেছে কি?
শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও আনন্দ!
কিন্তু আমি পূর্ণতা চাই না!
পূর্ণতায় স্বস্তি আসে শান্তি নয়।
তবে স্বস্তিতে পৈশাচিক শান্তি মিলে।
এই পৈশাচিক শান্তি, বুঝেও না বুঝা,
সব আকরে ধরতে চাই।
অপলক দৃষ্টিতে আকাশে নয়ন মেলতে চাই,
যেন তোমার পানে তাকিয়ে আছি।
পৃথিবীর সব সুখ আমার।
যাক না তা উড়ে সিগারেটের ধোয়ায়।