আমি এক স্বপ্ন দেখি,
নদীর ওপারে একটি গ্রাম।
দেখতে ভালই লাগে,
সাঁতার কেটে যায় সেখানে।
শুধু লাশের স্তুপ এখানে।
রক্তের গন্ধ আর মৃতদের নীরবতা,
যেন সবাই তা মাথা পেতে মেনে নিয়েছে।
গোলক ধাধায় পড়ে যায় আমি,
বের হবার পথ খুজে পায় না।
বঞ্চিত মানুষ গুলো তাকিয়ে আছে আমার দিকে,
কিন্তু আমি বড় ই স্বার্থপর।
ভগবানের দিকে তাকিয়ে থাকতে হলে,
তাকে দেখতে হবে।
এরা যেন অন্ধ আর আমি আলোর শিখা।
হঠাৎ বৃষ্টি! আমি কাউকে জানি না, বুঝিও না।
চোখ বন্ধ করে নদীর ওপারে তাকায়,
সে আমাকে ডাকছে।
ক্লান্ত আমি আমার মনে,
পাশ কাটিয়ে যায়, ঘুম ভেঙে যায়।
চন্দ্রগ্রহন হয় আমার মস্তিষ্কে,
ভেদ করে চলে যায় তা বাঁ পাজরে।