অত্যান্ত রুঢ় বাস্তবতার সামনে দাড়িয়ে।
ভয় করিলেই অনেক কিছু,
জয় করিলে তাহা হয় সার্থকতা।
কোন এক পূর্নিমা রাতের স্বপ্ন।
সুন্দর চাঁদটার দিকে তাকিয়ে,
ঝলসে দেওয়া আলোর মত সুখ তারা জ্বলছে।
আর ঠেলে দিয়েছে তা আলোক বর্ষ দূরে।
ভালবাসার জন্য কি কোন কারন লাগে?
লাগিলে পরমাত্মা-ঈশ্বরকে কেউ ভালবাসিত না।
ভালবাসা হয় আপন মনে,
কোন চূর্ণ-বিচূর্ণ হওয়ার শঙ্কা থাকে না।
ভালবাসা হয় নিজের অংশে,
ভেতরে ঘা থাকলেও নিজের শান্তি।
যে বলিবে তোমার এ কারনে প্রেমে পড়েছি,
সে তো স্বার্থ-সিদ্ধ নিয়ে ব্যাস্ত।
প্রেম তো মুক্ত-বাতাসের ন্যায়।
অধিকারে তা আশা-ভরসার প্রতিকৃতি স্বরুপ।
অকাতরে বিলিয়ে দেওয়া ই প্রেম নয়,
নিজেকে মেলে ধরা ই হচ্ছে প্রেম-ভালবাসা।
কেউ করে তা কোকিল-কন্ঠে,
আবার কেউবা নীরব সরলতায়।