ভাঙা পাহাড়ের নিচে বসবাস আমার;
ঝর্নার জল ঝরে যায় আর ঝরে যায়।
তাহা বিনাশের কারন লবনাক্ত হয় বলে।
বড়ই সৌন্দর্য্য মাথার উপরের ঝর্না ধারা।
পরগাছা নিয়ে এত চিন্তা কিসের?
তারাও তো সবুজ অক্সিজেন দেয়।
না হয় তা অন্যের মাধ্যমে!
গাছের কোন আপত্তি না থাকলে;
আমার বেলায় তোমার কেন এত আপত্তি?
চাঁদের চন্দ্রবিন্দুকে তো আমরা সবাই জানি;
কখনো কি ভেবেছ চন্দ্রবিন্দু ছাড়াও চাঁদ হয়?
তুমি বিনা আমি মেঘলা আকাশের ঐ চন্দ্রবিন্দুহীন চাঁদ।