কামনা! সে তো সবে শুরু!
কেশপাশে সূচনা, অধমাঙ্গে চূড়ান্ত।
কপালে তাহার চুমু একে দিয়াছি,
কর্ণ কামড়েছি, ঘাড়ে মোর নিঃশ্বাস।
কমলার রস ঠোঁটে নিয়াছি,
স্তনে স্বযতনে ফেলিয়াছি শ্বাস-প্রশ্বাস।
কামনা! সে তো সবে শুরু!
কেন্দ্রবিন্দুতে জমিয়াছে জল তাহার,
পাইয়াছি ভালবাসার আশ্বাস।
অতল সমুদ্রে দিতে চাহিয়াছি ডুব,
মধুপানে কাটিয়াছে দীর্ঘশ্বাস।
সিন্ধু পাড়ায় যেতে বলিয়াছি,
তাহার কমল রন্ধে আপন শিবের বসবাস।
কামনা! সে তো সবে শুরু!
এ রজনীর শেষে যেন নেই ভোর,
সুখ-আর্তনাদে তোমার খুজিয়াছি অতি উল্লাস।
রাত্রি কাটিয়াছে কথপোকথনে।
আঁখিতে আঁখি রহিয়াছে এখনো,
এ যেন আদিশক্তি আর মহাদেবের বনবাস।
কামনা! সে তো সবে শুরু।