ইশ! তাকে যদি ছুয়ে দেখা যেত!
চোখে চোখ রেখে কথা বলা যেত!
তাহার অন্তপুরে নৌকা বিলাসের স্বাদ জাগে।
গগনতলে ঐ হাত ধরে হাটতে ইচ্ছে হয়।
খুনসুটি করতে ইচ্ছে হয় আমার,
যেন ঝর্ণা কেশের সুগন্ধিতে ঠোঁটে চুমু লেপ্টে দেই।
তন্দ্রাঘোরে জড়িয়ে ধরে পড়ে থাকব,
প্রতিটি নিশ্বাস অনুভবে রাখব।
হারিয়ে যাবো প্রবল স্রোতে।
তাহাকে দূর থেকে ভালবাসায় কত সু-মধুর।
কাছে পাইলে না জানি মোর স্বর্গসুুখ!