কবিতা আমাকে শান্তি দেয়!
অমর হওয়ার শান্তি, বেঁচে থাকার শান্তি।
আমি কবি হতে চাইনা;
তবুও মানুষের জন্য কবিতা লিখতে চাই।
ধন-সম্পদে ভরে গেছে এ মন;
তবুও হাহাকার থেকে বাচতে এ ক্ষুদ্র প্রয়াস।
শুন্যে ভেসে আসার সময় ছিল আমার;
চিন্তা শক্তি আমাকে বারন করেছে।
নিজের প্রতিচ্ছবিতে নিজেকে দেখতেই হবে;
অন্যত্র তো সবাই যায় আবার ফিরে আসে।
আমি কবি হতে চাইনা;
আঁকতে চাই এ সৌরজগতের সীমানা।
আমার গন্ডিতে থাকতে হবে তোমার;
না হয় আমি থাকব না।
আলোকহীন – বাতাসে গভীর রাতে ঘুমাইনি;
দেখে যায় আর উপলদ্ধি করি ভূ-লোকের অস্তিত্ব।
অকালের দিনে সেই থেকে চাওয়া;
আবার আপন আগুনে অগ্নিতপ্ত।
আমি কবি হতে চাইনা;
কারন কবি হয়ে থাকাটা যেন বড় এক পাথর।