ভূল করিয়াছি বলে কি টলমল করবে?
তাহার অন্তঃস্থে আমার ভালোবাসা।
চুমুতে চুমুতে তিনটি চুমু।
এর কম নয়!
মন বিষন্ন করে থেকো না আর।
দুচোখে অথবা দুগালে,
আর একটা অবশ্যই ঐ চাঁদ কপালে।
রাঙিয়ে দেব, মিশিয়ে নেব বুক পাজরে।
অভিমানী হয়ে থেকো না।
বুকে মাথা রেখে ঘুমিয়ে নিও,
সূর্যদয়ে লক্ষীটি সব ভুলে যেও।