Review This Poem

কেউ কি আছো?
শুনতে পাচ্ছো আমার আর্তনাদ?
আমি অতিষ্ট হয়ে গিয়েছি, আর পারছিনা
কেউ একজন এসে আমাকে উদ্ধার করে প্রাণ ফিরিয়ে দাও।
ওঁরা আমাকে জিম্মি করে পুতুল বানিয়ে রেখেছে
আমার সরলতার সুযোগ নিয়ে ওঁরা গুলি করে
ফাঁসিতে ঝুলিয়ে মারছে, বছরের পর বছর বন্দী করে রেখেছে নিরপরাধীদের কারার ঐ লৌহকপাটে।
কোথায় তোমাদের তেত্রিশ কোটি দেবতা?
আমাকে নিষ্কৃতি দাও রক্ত পিপাসুদের জিঞ্জীর থেকে
মুক্ত করো তাদের রাহুগ্রাস থেকে।
আমি আর বইতে পারছিনা এই পাপের বোঝা
দ্যাখতে পারছিনা রক্তমাখা মুখ,ধর্ষিতা কিশোরীর চোখের জল
হজম করতে পারছিনা পিতা হারা সন্তানের, সন্তান হারা মায়ের আহাজারি
স্বামী হারা নারীর হৃদয়ের রোদন,বালিশে মুখ চেপে ক্রন্দন।
আঠারো কোটি মানুষের ভীড়ে
এমন কেউ একজন নেই নির্ভীক,নিঃশঙ্ক,নির্বিশঙ্ক
আঠারো কোটি মানুষের ভীড়ে কি কোন সুপুরুষ নেই
এই শেকল বেড়ি ভেঙে আমাকে কয়েদখানা থেকে মুক্তি দিতে পারে?
অবিভক্ত ভারতবর্ষ থেকে আজকের এই বাংলাদেশ পর্যন্ত
কোন সৎ, নির্লোভী, নির্ভেজাল রাজনীতিবিদের সংস্পর্শ পাইনি
তিনশো বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হয়ে আসছি।
আমাকে ব্যবহার করে ওঁরা প্রাচুর্যের পাহাড় গড়েছে
খ্যাতিতে পূর্ণ করেছে তাদের ঝুলি!
ওঁরা টিকে থাকতে,আমাকে আঁকড়ে ধরে রাখতে
গুমখুন করেছে কোটি-কোটি মানুষ, রক্তে রাঙিয়েছে মাটি।
আমার কাঁধে ভর দিয়ে ওঁরা আকাশ ছুঁয়েছে
মুষ্টিবদ্ধ করেছে ক্ষমতা, কচুকাটা করে জনতা ;
পদচিহ্ন এঁকেছে পৃথিবীর বুকে!
কেউ কি আছো?
এই দুর্ধর্ষ ডাকাতদল থেকে আমাকে মুক্তি দিবে
দম আঁটকে যাচ্ছে আমার,বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস।
কেউ একজন অবতীর্ণ হও ফেরেস্তা কিংবা অবতার রূপে
আমি ডুবে যাচ্ছি তাঁদের তৈরী অন্ধকার কূপে!
ক্ষমতা লোভী, রক্ত পিপাসুরা আমাকে কলঙ্কিত করেছে
পৃথিবীর নির্যাতিত,নিপীড়িত,অসহায় মানুষের মাঝে!
ওঁরা আমাকে বিবস্ত্র,ন্যাংটো করে দিয়েছে —
সুবিধার্থে,নীতি কেটে শুধু রাজ রেখেছে —
যাতে ক্ষমতা লোভীরা নীতিহীন রাজ করতে পারে।
ব্রিটিশ আমার ঘাড়ে পা রেখে —
দুইশো বছর শোষণের রাজত্ব করেছে অবিভক্ত ভারতে!
যে আশাতে খেদিয়ে ছিলো ব্রিটিশ —
সেই আশা, আশাই রয়ে গেলো —
আমাকে পুঁজি করে এখনো এক শ্রেণির মানুষ শোষণ, উৎপীড়ন, নিপীড়ন করছে
অন্য আরেক শ্রেণির মানুষ শোষিত, উৎপীড়িত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে।
আমার বেড়াজালে আঁটকে কেউ মারছে আবার কেউ মরছে
কেউ ফকির থেকে আমীর আবার কেউ আমীর থেকে ধনকুবের!
ওঁরা আমাকে পাশা-র গুটি বানিয়ে —
দক্ষ খিলাড়ীতে পরিনত হয়েছে।
আমাকে মুক্তি দাও,মুক্তি দাও,মুক্তি দাও —
আমি একটু মুক্ত নিঃশ্বাস ফেলতে চাই!
আর দ্যাখতে চাইনা রক্তের হোলি
শুনতে চাইনা মিথ্যে বুলি।
আমি আর পারছিনা, হাঁপিয়ে উঠেছি —
ক্লান্ত হয়ে গিয়েছি —
এখন আমি মুক্তি চাই তোমাদের কারাগার থেকে।

০৬/০৭/২০২৩ ইং
আল জুবাইল, সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments