Review This Poem

বড়ো সাধ ছিলো
দু’জনে আমৃত্যু একসাথে চলবো —
অক্টোপাসের মতো জড়িয়ে ধরে রাখবো —
কিছুটা অভিমানে লুকোচুরি খেলবো–
পুকুরের জলে স্নান করতে নেমে জল ছিটিয়ে দেবো তব গায়
পাতিহাঁস গুলোর মতো তুমি ডানা ঝাপটিয়ে সাঁতার কেটে এদিক ওদিক যাবে।
সাধ গুলো মরে যায়, স্বপ্নগুলো ঝরে যায় —
কিছুটা পদচিহ্ন এঁকে যায় মৃত্তিকার উপর–
সেইদিন ছিলো তপ্ত দুপুর, তুমি শুয়ে ছিলে হয়ে উপুড়
ঘুমের ঘোরে পরিয়ে দিয়েছিলাম তব পায়ে সোনার নুপুর।
বড়ো সাধ ছিলো
শেষ ঘুমটাও দু’জনে পাশাপাশি ঘুমাবো —
দু’জনে মিলে বাতাবী লেবুর মউমউ ঘ্রাণ নিবো —
আর আমি যখন তোমার কোলে মাথা রেখে–
এই পৃথিবী থেকে চিরদিনের মতো প্রস্থান নিবো —
তোমার পাখির নীড়ের মতো দুটি চোখ দ্যাখতে দ্যাখতে শেষ প্রস্থানটা নিবো।
সব সাধ, সব ইচ্ছে কি আর পূর্ণতা পায় —
কিছু তো আম্রমঞ্জরির মতো মুকুলে-ই ঝরে যায়
আমারটাও তাই হলো — পূর্ণতা পাবার আগেই ঝরে গেলো
অবশেষে হেরে গেলাম আমি পৃথিবীর কাছে —
তোমার কাছে আর সর্বশেষে তোমার একরোখা জেদের কাছে।

২৯/১০/২০২২ইং, সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments