5/5 - (1 vote)

রুপ না দেখে তোমার প্রেমে পড়া আমি,
কখনো ভাবিনি প্রতি দিন প্রতিটা ক্ষণ
তোমার শত শত রুপ আবিষ্কার করবো।
সৌন্দর্য্য অন্বেষণে সদা ব্যস্ত থাকা এই আমি,
কখনোই ভাবিনি তোমার মূর্ত অবয়বে – হাসিতে
এত এত তৃপ্তির বহর খুঁজে পাবো।

কাজল চোখের প্রতীক্ষায় থাকা এই আমি,
কোনদিন ভাবিনি, তোমার নিরাভরণ সরল দু’চোখের
মায়ায় একদিন হাবুডুবু খাবো প্রেমের সাগরে।

সহস্র তরুণীর হৃদয় পরখ করতে চাওয়া আমি,
কখনো ভাবিনি
একদিন আমার হৃদয়টাও দেখা দরকার!
তোমাকে ধারণ করার সাহস কতটুকু!
কতটুকু ভালবাসা দিয়ে সচল রাখতে পারবো
তোমার থমকে যাওয়া হৃদয় যন্ত্র!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments