পাপ পূণ্যের অধিক যদি কিছু থেকে থাকে
তবে দ্বিধা ফেলে আমি, তার নাম দেব ‘তুহি’!
বিরহ বিদ্রোহের অভ্যুত্থান অবসানে যদি
কোন শক্তিশালী কন্ঠ এক নিমিষে দমাতে পারে
তবে সে শব্দ কথার অধিকারিণী ‘তুমিই’ হবে,
এ আমি নিশ্চিত।
নিরাভরণ ব্যর্থতার কালো ছায়ায় ঢাকা প্রেমিকের
অতৃপ্ত হৃদয়ে,
নতুন কোলাহল সৃষ্টি সঞ্চারণ করা বেশ কঠিন।
সে সবই নিতান্ত মামুলী ব্যাপার মাত্র,
তোমার ওই কাজল চোখের দৃষ্টির কাছে।
আমি তাও জানি নিশ্চিত ভাবেই।
তুমি চাইলেই এক মুহুর্তে সারিয়ে দিতে পারো
কারো এক অদ্ভুত তুমিহীনতার অসুখ।
সেই তুমিই চাইলে তছনছ করে, পিছু না ফিরেই,
রেখে যেতে পারো কাউকে আজন্ম উৎসুক।