গহীনে হৃদয়ের খুব ছোট কুটিরে
রাখব তোমায় ভীষণ আগলে
ঝড় ঝঞ্ঝাট র মিথ্যের দুনিয়ায়
থাকব একদম আলাদা, সুরক্ষিত।
তুমি হাসবে,গাইবে গান গুনগুনিয়ে
মন বেশি ভাল থাকলে নাচতেও পারো।
ভ্রমর এসে থমকে যাবে সীমানায় এসে,
বসন্ত উদার হবে ছড়াতে অকুণ্ঠ কৈশোর।
তোমার মন খারাপ হবে হয়তো,
যদি আমি দেরি করে ফেলি ঘরে ফিরতে।
অবচেতনে তখন বেহালাটায় একটু ছুঁয়ে দিও
বাতাসের দূত পৌঁছে দেবে তোমার বিষাদের সুর।
শত পথের বাঁধা তুচ্ছ করে,দূরত্বের বেড়াজাল ডিঙ্গিয়ে,
অন্ধকারের নীরবতা সঙ্গী করে, ফুলের সৌরভ নিয়ে,
আমি ছুটে আসবো,আসবোই প্রিয়তমা।
তুমি খানিক ভুল করে হলেও ডেকো আমায়…