এক দীর্ঘ পৌরাণিক কল্পকথা
শোনানোর ইচ্ছে হয় তোমাকে।
যেখানে থাকবে শুধুই
একতরফা প্রেমের ইতিবৃত্ত।
নতজানু হয়ে গুটিসুটি মেরে থাকবে
এক অস্থির জীবন্মৃত সত্ত্বা-
তোমারই নিঃশ্বাসের উষ্ণ তাপের কাছে।
মাঝে মাঝে ঘোরে বিহ্বল হলে তুমি,
সঞ্জীবনী সুধায় তন্দ্রা কাটাবো তোমার।
অল্প অল্প শব্দের সুতোয় বিলি কেটে
তেপান্তর পাড়ি দিবে বোহেমিয়ান।
চোখের কাজল ছুঁয়ে
ফিরে আসার প্রতিজ্ঞাও
হয়ত নিয়ে ফেলবে কোন এক অচেনা পথিক।
ঘাসফুলের পাপড়িতে জমে থাকা অভিমান
লজ্জাবতীর মতো
এক লহমায় কুঁকড়ে যাবে
বহুল প্রতীক্ষিত কোন পূজারীর স্পর্শে।
কল্প গল্পের ফাঁদ রচনায়-
গল্পকার নিমিষে দখল করে নেবে শ্রোতাকে।
অনাবিল মুগ্ধতায় দু’জোড়া ঠোঁট
চুপিসারে পলায়ন করবে মায়া হরিণের সঙ্গী হয়ে।
কুয়াশা আচ্ছন্ন দ্বীপে
জন্ম-জন্মান্তরের জন্য নির্বাসিত হবে
এক জোড়া মায়া হরিণ!
2021-08-31