সূর্যের আলো ঠিকরে পড়বে লজ্জা পেয়ে
তোমার চোখেমুখের শুভ্র হাসি দেখে।
কাজল চোখে অভিমান মানায় না,
এলোচুলে যেমন মানায় না বন্ধন।
তোমার একটু হাসি দেখব বলে,
কত ক্রোশ দূর পথ পাড়ি দিয়েও
আমি ক্লান্ত হই না,
মহাকাল সময় বসে থেকেও
বিরক্ত হই না একদম।
কত কিছু ভেবে রাখি,কত রাত নির্ঘুম কাটাই
অসীম ধ্রুপদ রচনায় সাজিয়ে ফেলি,
আমার করিডোরের ফ্যাকাশে ক্যানভাস।
ভালবাসলে কেউ আর নিজের কাছে থাকেনা,
স্বাধীন থাকেনা আপন মনোজগতে,
পরাধীন হয়ে যায় এক অদৃশ্য শেকলে।