প্রস্ফুটিত হোক জরাজীর্ণ প্রকৃতির সকল কলি
ভেঙ্গে যাক সকল দুয়ার অভিমানের, মুক্তির টানে।
উচ্ছ্বাসের প্লাবনে নতুন সূর্য উদয়ে ভরাডুবি হোক
তোমার নিঃসঙ্গ বারান্দার অন্ধকার করিডোর।
অবাক ধরণী হোঁচট খেয়ে দিশা হারিয়ে যাক,
আমার একান্ত প্রার্থনার পূর্ণ প্রতিফলন দেখে।
বিমোহের সৌরভে, গুঞ্জনে মুখরিত হবে স্রোতস্বিনী,
সংকোচের দেয়াল পাশ কাটিয়ে মিলিত হবে।
সন্ধি চুক্তিতে অনুভূতির আদান-প্রদান হবে
কোন এক অচেনা জোড়া শালিকের অন্তরীক্ষে।