আমার দু’চোখের স্বপ্ন যে ছিনায়ে নিয়েছে
কতটুকু সুখে আছে সে হায়,
দিয়েছে যে মোরে বিলীন করে সবটুকু নিয়ে,
কোন আকাশে এখন তার গল্প শোনায়?
এ অন্ধকারের সমাপ্তি কোথায়,
কবে হবে অবসান?
দুঃখ সব মিলায় হাওয়ায়,
ভেঙ্গে যায় গোছানো জীবন অবলীলায়,
হাহাকারের ধ্বনি স্তব্ধ হয়ে,
নিঃস্ব হতে চায় তার স্মৃতির মায়ায়!