দিনের আলোয় ঝকঝকে দেখানো মানুষটা ও একাকী হয়, নিঃসঙ্গ হয়।
এক নোনা সাগর কষ্টে ভেতরটা মরিচা পড়তে থাকে।
কেউ জানতে চায় না।
জেনে থাকলেও বুঝে উঠে না গভীরতা কতটুকু।
নীল কষ্টরা ভীষণ অহংকারী হয়,
কেউ ভাগ বসাতে পারেনা।
চোখের জলে কষ্ট ভাসানোর সুখ বিধাতা ছেলেদের দেননি।
হয়তো তাই সেগুলো ধোঁয়া হয়ে উড়ে বেড়ায় রাতের আকাশে।