ছিলাম ভালো এইতো সেদিনো
বুঝতেই পারিনি তখনো তুই ছিলি,
খুব গোপনে বুকের ভেতর।
সুপ্ত হৃদয় না হয় ঘুমিয়ে ছিল
কেনইবা তাকে জাগালি?
কিসের নেশায় জ্বালালি দহন
ফেললি করে দিশেহারা?
এখন আমি ভীষন এলেমেলো
রোজ ভাঙ্গছি বুকের পাঁজর,
শব্দস্রোতে ভাসছি মাঝ গঙ্গায়
খুঁজে চলেছি তোর চোখের পলক।
আমি কি খুব মন্দ মানুষ?
লাজুক ছিলাম,বেখেয়ালি আছি,
দেখতে জানি ভারী বেখাপ্পা।
তবুও তুই কি জানিস?
নষ্টে পোড়া নিকোটিনের শহরে
হারিয়ে যাওয়া ‘আমি’ র মাঝে
যত্নে থাকে তোর জন্যে বন্দী মন।
~আগ্নেয়গিরি
মিঠুন পাল