Review This Poem

প্রেমে পড়েছি তোমার,
পড়েছি তোমার উড়ে যাওয়া চুলে
হাতের আঙ্গুলের আংটি আর
বিরক্তিমাখা ওই হাসির।
আংটিগুলোর ও কি সৌভাগ্য দেখো
সারাটাক্ষণ তোমার আঙ্গুলের ছোঁয়া পায়।

কতবার ভেবেছি, বলবো এবার সাহস করে
হাতটা ছুঁয়ে দেখতে চাই, দিবে একটু?
পাশাপাশি বসেও বলতে পারিনি,
তুমি আমার আজন্ম লালিত ভালবাসার বাস্তব প্রতিমা।
স্রষ্টা শুধুই বানিয়েছেন তোমাকে,
আমি সারাদিন চেয়ে চেয়ে দেখব বলে!

তোমার ওই হেয়ালি কথায় কি আছে বলোতো?
বেপরোয়া মন চায় বিরামহীন শুনতে,
সবাই শুনতে চায় না বলে হয়তো জমিয়ে রাখো
আমার জন্য, শুধুই আমার জন্য।
আমি শুনে যাবো , কখনো কিছু বলতে গিয়েও,
আটকে যাবো।

শব্দরা কন্ঠ বেয়ে উপরে উঠার সাহস পায়না
হয়তোবা অকুণ্ঠ সুযোগ দেয় শ্রুতিপথ কে।
তুমি আমার সেই জন,যার জন্য সবটুকু অনুভূতি
পথ চেয়ে বসে থাকে, কবে আসবে?
কবে একটু চোখজোড়া জুড়াবে আমার
কখন একটু শাসনে চুপসে যাবে ভ্যাপসানো আবদার।

সারাটা সময় সবার সাথে দাপিয়ে বেড়ানো
এই আমিটা কেমন যেন ভীতুর স্ট্যাচু হয়ে যাই
তোমার কন্ঠ শুনলে, তোমার চোখে চোখ রাখতে।
শুনেছি জন্ম,মৃত্যু, বিয়ে এই তিন সৃষ্টিকর্তার হাতে
তাই ওসব নিয়ে ভাবি না, ভাবতেও পিছিয়ে যাই
শুধু এটুকু জানি, উনি চাইলে ঠিক তুমি আমার হবে।

জেনেও তুমি অবুঝ হবে, শুনেও তুমি না শোনার
ভান ধরবে, অভিমানে রাগে গরগর করে
ছুঁড়ে দিবে মধুমাখা কিছু তপ্ত বাক্যবাণ।
তবু দিনশেষে স্রষ্টার কাছে
তোমাকেই চাইব আমার আকুল প্রার্থনায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments