4/5 - (1 vote)

প্রয়োজনের অধিক প্রিয় হতে গিয়ে
খুচরো পয়সার মত ফসকে গেছি,
প্রত্যাশার সূচকের ক্রমবর্ধমান গতিতে
হোঁচট খেয়ে পড়েছি মুখ থুবড়ে!
ফেনিল স্রোতে ভেসে যাচ্ছে আমারই সম্মুখ পথ-
উদ্বিগ্নতায় পরখ করে দেখে চলেছি,
অনুভূতির ছুটে চলায়- রক্তক্ষরণ বেমানান।
আকন্ঠ তৃষ্ণায় তোমার চোখে ডুব দেই,
বেখেয়ালি সময় একবারো মনে করায়নি
চোখের সমুদ্রের চেয়ে বড় কোন মহাসাগর নেই।
আমি তলিয়ে যাচ্ছি-
নোঙ্গর তোলার বৃথা চেষ্টায় অতলে চলে যাই।
তোমাকে বলা হয়ে উঠেনি-
অনুভূতির খরস্রোতা নদীর মোহনা তুমিই ছিলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments