তিক্ত জীবনের একটু একটু করে সঞ্চিত অনুভুতি নিঙড়ে নিয়ে হাওয়া হয়ে গেলে তুমি।
বেদনার ভরা সমুদ্র পাড়ি দিতে দিতে ক্লান্ত আমায়
কেউ এক রত্তি ভালবাসা ছুঁড়ে দিয়ে বলে না
‘এসো আমার ছায়াতলে, কিছুটা বিশ্রাম নাও এবার’।
অযাচিত আবেগের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চাতক হয়ে
ছুটে বেড়াচ্ছি শহরের তেপান্তর,
বিধ্বস্ত আমায় কেউ এসে একটি বার বলে না,
‘ এইতো আমি আছি এক প্রান্তে, তোমাকে বাহুডোরে আবদ্ধ করে নেবো। ‘
কতোদিন তোমাকে দেখিনা, কতোদিন তোমার মধুমাখা কন্ঠধ্বনিতে তৃষ্ণা জুড়াই না।
তুমি কি একটুও বোঝো না প্রিয়তমা আমার?
তোমার কি একটি বার ও জানতে ইচ্ছে হয় না?
নীল লোহিতে ডুবতে ডুবতে আমি হারিয়ে যাচ্ছি,
বিলীন হয়ে যাচ্ছি এক অচেনা বিভীষিকায়।
তোমাকে একান্তে কাছে পাওয়ার অন্যায় আবদারে
পুড়ে যাচ্ছি, গলে যাচ্ছি, গভীর অন্ধকারে চলে যাচ্ছি!