আমি মালঞ্চের জিলাপি
রসে ভরা আমার শরীর,
সাপের মতোই প্যাঁচানো আমার গঠন।
আমারে ভাজা হয় কড়া গরম তেলে
যেমনে পোড়ানো হবে জাহান্নামের পাপীদের।
কিন্তু রসে ভরা আমার দেহ
পাপীদের দেহে রক্ত পুঁজ।
হঠাৎ অকারণে দুই বন্ধু আসে
শাটল ট্রেনে করে;
চিবিয়ে খায় আমাকে।
যেমন খায় কবরের মাটি
মৃত মানুষের লাশকে।