মাছের ঝাঁক
পানিতে মাছের ঝাঁক
একসাথে শতশত হাজারে হাজার
সাঁতরায়, খাবার খোঁজে৷
রাস্তায় মানুষগুলাও মাছের মতো
দৌড়ায়, সংসার পাতে৷
রাস্তার শতশত মাছের সাথে
আমিও দৌড়াই, ফাইট করি;
নিজেরে প্রমাণ করি সবার সেরা।
যেন আমি মাছের রাজা ইলিশ
কেবলই ধইরা আনছে মেঘনা থিকা।