আমারে কে দিছিলো নাম?
আমি তো দেই নাই এই নাম
কেন দিলো তাইলে?
কখন চাই নাই এই নাম।
নাম না থাকলে কী খুব খারাপ হইতো?
ডাকতে অসুবিধা হইতো?
হইলে হইতো!
একেকজন একেক নামে ডাকতো।
এখন না চাইলেও
সবাই ডাকে এই নামে
বাসা থেকে স্কুল-কলেজ
বাজার-ঘাট সবখানে
নামের বোঝা মাথায় নিয়ে ঘুরি
রাখতে পারি না নিচে।