ময়লা
হাজার দিনের;
পুরোনো বছরের নোংরা;
আমার শরীর।
শরম লাগে নিজের দিকে চাইতে
জনমানুষ এড়াইয়া নামি ঘাটে।
বসি;
পরিস্কার করি সারা শরীর।
গোছলের পর নতুন শার্ট গায়ে দিতে গিয়া ভাবি,
শরীরের ময়লা ছাপ করলাম ধুয়ে
মনের ময়লা কি মুছবে গঙ্গা কিংবা জমজমের জলে?