তোমার উঠো, বড় হও!
গাছের চেয়েও বড় হও!
গাছের মগডালে উঠার পরেও
যেন নাগাল না পাওয়া যায়।
আমি নিচে নামবো; এতো নিচে,
ঘাসও ঢেকে দিবে আমাকে।
দূর থেকে সবাই দেখবে তোমাদের
বাহবা দিবে, যাবে যার যার বাড়ি,
যাওয়ার সময় পায়ের নিচে ফেলে
ক্ষত বিক্ষত করবে আমার শরীর।
আমি উঠব না; টু শব্দটিও করব না
থাকবে না কোন অভিযোগ
আমার গায়ে মলম লাগিয়ে দিবে
উড়তে না পারা ডানা ভাঙা কাক৷
2022-04-14