Review This Poem

চৈত্রের দুপুরে ঝিঁঝি ডাকে!

রদ্দুর বাড়ে সমানুপাতিকে

গা বেয়ে গাম ঝরে;

ফুল-পাতা ঝরে বাতাসে।

বাড়ে রাস্তায় গাড়ির হর্ণ

বাড়ে মানুষের কোলাহল

ঝিঁঝির ডাক মিলিয়ে যায়

বিপ্লবীদের মিছিলে৷

কানে আসে হকারের হাক

মেজাজ উঠে পারদের গতিতে

দু’টো কাক ঝগড়া বাঁধায়

পুরনো মনুমেন্টের উপড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments