আমার একটা সকাল তুমি
সতেজ এক কাপ রঙ চা
ভোরের লাল সূর্য তুমি
গান গাওয়া সকালের পাখি
উড়ে বেড়াও আমার আকাশে।
তুমি ভোরের আজানের সুর
কানে ভেসে আসা মধুর ধ্বনি
মক্তব শেষে বাড়ি ফেরার আনন্দ
বা শীতের কুয়াশা তুমি।
ঘাসের ডগায় জমা শিশির কনা
জালে উঠা তরতাজা ইলিশ মাছ
কৃষকের ক্ষেতে পাকা ধান,
তুমি বৈশাখের অতিষ্ঠ গরমে ঝুম বৃষ্টি
অঝোরে নামো আমার উঠানে৷
পথভুলা নাবিকের ধ্রুব তারা হয়ে
উঠো আকাশে;
দুঃসহ একটা রাতের পর
আমার মন ভালো করা সকাল তুমি,
তুমি লঞ্চ ডোবা যাত্রীর বাঁচার আকুতি
নিয়ে ধরে থাকা একটুকরো কাঠ।