মন সায়রের পাড়ে,
লিখলাম তোমায় ভেবে,
একটু টুকরো মেঘের খামে,
লিখা গুলো ভাসিয়ে দিলাম ঐ আকাশে,
ভোর দুপুরে কিংবা স্বর্ণালি সন্ধ্যায়,
আমার খুব লিখতে ইচ্ছে করে তোমায় ভেবে,
সাহসের অভাবে লিখা গুলো আমি তোমার কাছে পাঠাতে পারি না ঠিকই,
কিন্তু লিখা গুলো মনের কোটরে আটকে রাখি ঠিকই,
প্রথম প্রথম লিখতে গেলে ছন্দ পতন ঘটবে,
তবে একদিন ঠিকই এই লিখার মাধ্যমে আমার বাসনা রটবে।